কিশোরগঞ্জে বাড়ির উঠান থেকে শিশুকে তুলে নিয়ে গেল শিয়াল

কিশোরগঞ্জ সংবাদদাতা:কিশোরগঞ্জ সংবাদদাতা:
প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২৫

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তের হাসিয়া গ্রামে শিয়ালের কামড়ে মো. আরাফ নামে ১৯ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরাফ মো. লিংকনের ছেলে।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় পরিবারের সঙ্গে ইফতার শেষে আরাফ উঠানে খেলছিল। পরিবারের সদস্যরা অন্য কাজে ব্যস্ত থাকায় শিশুটি একা ছিল। এ সময় হঠাৎ করেই একটি শিয়াল এসে তাকে গলায় কামড় দিয়ে তুলে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর বাড়ির পাশের জঙ্গল থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।

আরাফের দাদা লালু মিয়া জানান, প্রথমে তাঁরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করেন এবং পরে মসজিদে মাইকিং করা হয়। একপর্যায়ে এক ব্যক্তি খাইরুল ইসলামের জঙ্গলে একটি শিয়ালকে শিশুর দেহসহ দেখতে পান। সামনে এগিয়ে গেলে শিয়াল দেহটি ফেলে পালিয়ে যায়। পরে শিশুটির গলায় গভীর কামড়ের দাগ ও শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়। দ্রুত গ্রামের একটি ফার্মেসিতে নেওয়া হলে কর্তব্যরত ব্যক্তি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরাফের বাবা লিংকন জানান, ইফতারের পর তিনি ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। কিছুক্ষণ পর পরিবারের লোকজন এসে ছেলেকে খুঁজতে গেলে তিনিও বাড়ি ফেরেন। এসে দেখেন, তাঁর আদরের সন্তান আর নেই।