টালবাহানা না করে দ্রুত নির্বাচন দিন: খন্দকার মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, টালবাহানা না করে দ্রুত নির্বাচন দিন। নির্বাচন আয়োজন করে সম্মানের সঙ্গে বিদায় নেওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন ড. মোশাররফ।


তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের আন্দোলন। তবে বিভিন্ন কৌশলে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে।
বিএনপির এই নেতা আরও বলেন, যদি জনগণ নির্বাচনমুখী হয়, তাহলে সব ষড়যন্ত্র বিফলে যাবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আর সময়ক্ষেপণ করবেন না। দ্রুত নির্বাচন দিন এবং সম্মানের সঙ্গে বিদায় নিন।
স্মরণসভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও খোন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।