মিয়ানমারের আরসা প্রধান আতাউল্লাহসহ ছয়জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ ছয়জনকে গ্র্রেপ্তার করেছে র্যাব। আদালত তাদের পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
র্যাবের অভিযানে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বহুতল ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। আসামিরা নাশকতামূলক পরিকল্পনা করছিল বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি।


গ্রেপ্তারদের মধ্যে আতাউল্লাহ ছাড়া বাকি চারজন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদের সঙ্গে সিদ্ধিরগঞ্জের স্থানীয় যুবক মনিরুজ্জামানকেও গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী আসামিদের ব্যাপারে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খোরশেদ আলম মোল্লা জানান, আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করার উদ্দেশ্যে গোপন বৈঠক করে আসছিলেন। র্যাব ও পুলিশের তথ্য ছিল আসামিরা সিদ্ধিরগঞ্জে ভূমি পল্লি আবাসন এলাকার একটি বহুতল ভবনে গোপন বৈঠক করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।