যমুনা রেল সেতু উদ্বোধন: রেল যোগাযোগে নতুন দিগন্ত
মঙ্গলবার (১৮ মার্চ) দেশের দীর্ঘতম নবনির্মিত যমুনা রেল সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। দুপুর সোয়া ১২টায় একটি ট্রেন সেতুর ওপর দিয়ে যাত্রা শুরু করে এবং সাড়ে তিন মিনিটে সিরাজগঞ্জ অংশে পৌঁছায়। সেতুর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম ফাহিমুল ইসলাম।
সেতুটি ৫০টি পিলার এবং ৪৯টি স্প্যানের ওপর নির্মিত হয়েছে। নতুন রেল সেতুটি যমুনা বহুমুখী সেতুর ৩০০ মিটার উজানে অবস্থিত। সেতুটি দিয়ে দিনে ৮৮টি ট্রেন দ্রুতগতিতে চলাচল করতে পারবে। বর্তমানে সিঙ্গেল লেন চালু হলেও ভবিষ্যতে ডাবল লেন কার্যক্রমে পূর্ণতা পাবে বলে জানানো হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এম আফজাল হোসেন, ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাইকার দক্ষিণ এশিয়া বিষয়ক মহা-পরিচালক ইতো তেরুয়ুকি।
৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি দেশের প্রথম ডাবল ট্রাকের ডুয়েল গেজের রেল সেতু। নির্মাণ ব্যয় হয়েছে ১৬,৭৮০.৯৬ কোটি টাকা, যার ৭২.৪% ঋণ দিয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। সেতুর নির্মাণকাজ সম্পন্ন করেছে জাপানের ওটিজি এবং আইএইচআই।
সেতুটি চালু হওয়ায় উত্তর-দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ আরও উন্নত হবে এবং বাণিজ্যিক অগ্রযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।