‘কবজি কাটা’ গ্রুপের সদস্য পানি রুবেল ভোলা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

সংগৃহীত ছবি

রাজধানীর আদাবরের কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের সক্রিয় সদস্য এবং মাদক ব্যবসায়ী মো. রুবেল ওরফে পানি রুবেলকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় ভোলার লঞ্চঘাট এলাকা থেকে র‍্যাব-৮ ও র‍্যাব-২ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি খান আসিফ তপু গণমাধ্যমকে জানান, পানি রুবেল আদাবরের একজন পরিচিত মাদক কারবারি ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে আদাবর থানায় হত্যাচেষ্টার একটি মামলা রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আদাবর থানার শেখেরটেক এলাকায় মো. বিজয় নামের এক যুবককে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে রুবেল ও তার সহযোগীরা। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে আদাবর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

র‌্যাবের ভাষ্যমতে, এই ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পানি রুবেলকে ভোলা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর রুবেলকে ঢাকায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।

Nagad