ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ শিক্ষার্থী বহিষ্কার, জুলাই আন্দোলনে হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলন চলাকালে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় ১২৮ জন শিক্ষার্থী জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ মাহবুব কায়সার।


সভা শেষে জানা গেছে, ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার পাশাপাশি অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পরবর্তী সময়ে তদন্ত রিপোর্টের ভিত্তিতে জড়িত শিক্ষার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।
তদন্ত প্রতিবেদনে বহিষ্কৃত শিক্ষার্থীদের পাশাপাশি অনেক সাবেক শিক্ষার্থীরও হামলায় জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে তাদের একাডেমিক সনদ বাতিল করার সুপারিশ করা হয়েছে।