বাংলাদেশে পা রাখলেন ফুটবলার হামজা চৌধুরী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নতুন অধ্যায়ের সূচনা করতে দেশের মাটিতে পা রেখেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। ইংল্যান্ড জাতীয় দলে খেলার সম্ভাবনা থাকলেও তিনি বেছে নিয়েছেন বাংলাদেশের লাল-সবুজ জার্সি।

সোমবার (১৭ মার্চ) দুপুরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। তার সঙ্গে ছিলেন মা, স্ত্রী, তিন সন্তান ও দুই ভাই। এর আগে তার বাবা দেশে এসেছেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি ছুটে যান তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে।

হামজার ইচ্ছা, বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের ঐতিহাসিক মুহূর্তটি যেন তার পরিবার মাঠে বসে উপভোগ করতে পারেন। আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে জহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে লাল-সবুজ জার্সিতে মাঠে নামতে পারেন তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলা এই মিডফিল্ডার বর্তমানে ধারে খেলছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়েও মাঠ মাতানো হামজা চৌধুরীর বাংলাদেশে যোগ দেওয়া দেশটির ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। জামাল ভূঁইয়ার পথ ধরে এবার হামজাও লাল-সবুজের হয়ে মাঠে নামার অপেক্ষায়।

Nagad