কর্মবিরতি প্রত্যাহার, দেড় ঘণ্টা পর মেট্রোরেলে টিকিট ব্যবস্থা চালু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২৫

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মীদের কর্মবিরতি প্রত্যাহারের পর প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেলের টিকিট ব্যবস্থা আবার চালু হয়েছে। কর্তৃপক্ষের আশ্বাসের পর সকাল ৯টার পর কর্মীরা স্বাভাবিক কাজে ফেরেন।

এর আগে, ডিএমটিসিএলের চারজন কর্মীকে এমআরটি পুলিশের কয়েকজন সদস্য লাঞ্ছিত করার অভিযোগে কর্মীরা কর্মবিরতিতে যান। তবে যাত্রীদের ভোগান্তি এড়াতে মেট্রোরেল নির্ধারিত শিডিউল অনুযায়ী চলাচল অব্যাহত রাখে, ফলে যাত্রীরা কিছু সময় টিকিট ছাড়াই ভ্রমণের সুযোগ পান।

রোববার (১৬ মার্চ) রাতে ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সব কর্মকর্তা ও কর্মচারীদের’ ব্যানারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মীরা ছয় দফা দাবি উপস্থাপন করেন, যার মধ্যে প্রধান দাবিগুলো হলো—

১. ঘটনার জন্য দায়ী পুলিশ সদস্যকে স্থায়ীভাবে বরখাস্ত ও জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা।
২. মেট্রোরেল কর্মীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী গঠন।
৩. এমআরটি পুলিশ বাতিল করা।
৪. স্টেশন কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা।
৫. অফিসিয়াল পরিচয়পত্র ছাড়া স্টেশনের পেইড জোনে প্রবেশ নিষিদ্ধ করা।
৬. আহত কর্মীদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া।

কর্মীরা হুঁশিয়ারি দেন, তাদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। তবে আপাতত কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে টিকিট ব্যবস্থা স্বাভাবিক করা হয়েছে।

Nagad