প্রধান উপদেষ্টার সঙ্গে পুলিশের ১২৭ কর্মকর্তার বিশেষ বৈঠক আজ
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ১২৭ জন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে আজ সোমবার (১৭ মার্চ) বিশেষ বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
রোববার (১৬ মার্চ) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।


তিনি বলেন, সোমবার প্রধান উপদেষ্টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও তা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে বলে বিভিন্ন মহল থেকে মন্তব্য আসছে। বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা এবং অপরাধ প্রবণতা বৃদ্ধির প্রেক্ষাপটে এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বৈঠক শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।