দুই দফা দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে ইনকিলাব মঞ্চ। তারা তাদের দুই দফা দাবি আদায়ে এক মাসব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ ও লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা দিয়েছে। একই সঙ্গে আগামী ২৫ এপ্রিল শহীদি সমাবেশেরও ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।
আজ শনিবার (১৫ মার্চ) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এ কর্মসূচি ঘোষণা করেন।


তিনি জানান, আমরা আমাদের ৫ দফা দাবি থেকে সরে এসে দুই দফা দাবি জানাচ্ছি। আমাদের দাবি হলো, জুলাই-পিলখানা ও শাপলা চত্তরের বিচার অতি দ্রুত শুরু করতে হবে এবং গণহত্যার দায়ে খুনী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
এছাড়া, আগামী এক মাসে প্রতিদিন লিফলেট বিতরণ ও গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম চালানো হবে। লক্ষ লক্ষ মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করে ২৫ এপ্রিল শুক্রবার বিকেল ৩টায় শাহবাগ মোড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যার বিচার দাবিতে শহীদি সমাবেশ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, এর আগে ধর্ষণবিরোধী গণমিছিলের আয়োজন করলেও পুলিশ তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় শহীদ মিনারের দিকে যাত্রা শুরু করলেও পুলিশি বাধায় তা স্থগিত হয়। এরপর সংবাদ সম্মেলনে ফিরে এসে তাদের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
এদিকে, বামপন্থী সংগঠনগুলোর পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করে শহীদ মিনারে সমাবেশ করেছে।