দেশে তাপমাত্রা বাড়ার আভাস, কিছু এলাকায় হতে পারে বৃষ্টি
সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শনিবার (১৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট বিভাগের দু-একটি এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।


শুক্রবার (১৪ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীর বাঘাবাড়িতে ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (১৫ মার্চ) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে ১৮.০ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। বাতাস পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
তাপমাত্রা বাড়ার ফলে গরমের তীব্রতা কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে দুপুরের সময় রোদ কিছুটা বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।