১৫ বছরের কম বয়সীদের হজে নিষেধাজ্ঞা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৩৭ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

চলতি বছর ১৫ বছরের কম বয়সী কেউ হজ পালন করতে পারবেন না। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের হজে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট ব্যাংকসহ সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিশুদের সুস্থতা ও নিরাপত্তার কথা বিবেচনা করে এবার হজযাত্রীর সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। পাসপোর্টের জন্মতারিখ অনুযায়ী বয়স গণনা করা হবে।

এতে আরও বলা হয়, ১৫ বছর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী ও সংশ্লিষ্ট অভিভাবক চাইলে তাদের পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রীকে প্রতিস্থাপন করা যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এবার ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, নিবন্ধিত কোনো হজযাত্রী গুরুতর অসুস্থতা বা মৃত্যুজনিত কারণে হজে যেতে অপারগ হলে সংশ্লিষ্ট হজ এজেন্সি বিধিমালা অনুযায়ী অন্য প্রাক-নিবন্ধিত হজযাত্রীকে প্রতিস্থাপন করতে পারবে। তবে হজযাত্রীর অনুমতি ছাড়া বা তার ইচ্ছার বিরুদ্ধে প্রতিস্থাপন করা হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিস্থাপন কার্যক্রম আগামী ১৮ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে এবং এ সংক্রান্ত তথ্য হজ পরিচালককে জানাতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

Nagad