১০ হাজারের নিচে স্যামসাংয়ের দুর্দান্ত ফাইভজি ফোন!
বাজেট ফাইভজি ফোনের প্রতিযোগিতাকে চ্যালেঞ্জ জানিয়ে অবশেষে ভারতে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি (Samsung Galaxy F06 5G)। এটি বিশেষভাবে এন্ট্রি-লেভেল ফাইভজি সেগমেন্ট টার্গেট করে আনা হয়েছে এবং মাত্র ১০,০০০ রুপির কম দামে বাজারে এসেছে। এই বাজেট ফোনটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৪ বছরের সফটওয়্যার আপগ্রেড সহ একাধিক চমকপ্রদ ফিচার নিয়ে এসেছে।
চলুন দেখে নেওয়া যাক এর স্পেসিফিকেশন ও দাম।


ডিসপ্লে:
৬.৭ ইঞ্চির PLS LCD ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ৮০০ নিট ব্রাইটনেস। রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, যা দুর্দান্ত পারফরম্যান্স দেবে। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের এ ফোনটিতে মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে।
অ্যান্ড্রয়েড ১৫ ও ওয়ান ইউ্আই৭ অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে ৪ বছরের ওএস আপগ্রেড ও সিকিউরিটি আপডেট দেবে স্যামসাং।
ক্যামেরা:
রিয়ার ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় ৮ মেগাপিক্সেল। ৫,০০০ এমএএইচ ব্যাটারি ফাইভজি এ ফোনটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অন্যান্য ফিচার:
সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ডুয়াল সিম সাপোর্ট করে ফোনটিতে।
এই ফোনটি দুটি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে— ৪ জিবি + ১২৮ জিবি মডেলের দাম ৯ হাজার৯৯৯ রুপি। ৬ জিবি + ১২৮ জিবি মডেলের দাম ১১ হাজার ৪৯৯ রুপি।
ফোনটি ফ্লিপকার্টয়ে পাওয়া যাবে।