পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম
শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। তিনি সোমবার (১০ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে নিজেই সাংবাদিকদের জানিয়েছেন।
চলতি বছরের ১০ নভেম্বর, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণের চার মাসের মধ্যে তিনি পদত্যাগ করলেন।


পদত্যাগের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি আমিনুল ইসলাম, তবে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের শীর্ষ পর্যায়ের পরামর্শে এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন।
অধ্যাপক আমিনুল ইসলাম গত বছর ১০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োগ পেয়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার পূর্বে, শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, যিনি গত ৫ মার্চ পদত্যাগ করেন। তার পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নেন।
এদিকে, একদিন আগে আমিনুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন এবং এ নিয়ে তিনি ফেসবুকে স্ট্যাটাসও দেন। তবে পরদিন অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর নতুন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।