বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে স্টারলিংক

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৫

বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সঙ্গে কাজ করছে কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান। শনিবার প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা চুক্তি করেছে।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ভূমি বরাদ্দ, নির্মাণ সহায়তা এবং অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য এসব চুক্তি হয়েছে। স্টারলিংক টিম ইতোমধ্যে কিছু নির্দিষ্ট স্থান চিহ্নিত করেছে, যার মধ্যে হাই-টেক পার্কের জমি ব্যবহারের বিষয়টিও রয়েছে। এছাড়া, ৯০ দিনের মধ্যে স্টারলিংকের সঙ্গে একটি কার্যকরী মডেল বাস্তবায়নের চেষ্টা চলছে।

দেশে টেলিকম গ্রেড ফাইবার নেটওয়ার্কের সীমাবদ্ধতা এবং প্রান্তিক এলাকাগুলোতে লোডশেডিংয়ের সমস্যা থাকায় স্টারলিংকের হাইস্পিড ইন্টারনেট সেবা উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, এনজিও এবং এসএমই ব্যবসায়ীদের ডিজিটাল কার্যক্রমকে বেগবান করবে বলে আশা করা হচ্ছে।