রাতভর রাজধানীতে যৌথবাহিনীর তল্লাশি, একাধিক গাড়ির বিরুদ্ধে মামলা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাতভর তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। ৭ মার্চ মধ্যরাতে শুরু হওয়া এই তল্লাশি কার্যক্রমের আওতায় সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টহল দল নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।

এ সময়, বৈধ কাগজপত্র, লাইসেন্স এবং হেলমেট না থাকার জন্য বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। অনেকের মাথায় হেলমেট ছিল না, আবার কারও হেলমেট ছিল, কিন্তু লাইসেন্স বা গাড়ির ফিটনেস ছিল না। তবুও মামলা থেকে বাঁচতে তারা নানা অজুহাত দিতে থাকে।

বাংলামোটরসহ রাজধানীর বিভিন্ন স্থানে এই অভিযান চলাকালে যৌথবাহিনী সন্দেহভাজন ব্যক্তি, হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী এবং প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহনে তল্লাশি করে। বেশ কিছু গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয় এবং জরিমানা করা হয়। অনেককে সর্তক করে ছেড়ে দেয়া হয়।

পুলিশ জানিয়েছে, নিয়মিত এই ধরনের তল্লাশি ও টহল কার্যক্রম অপরাধ প্রবণতা কমাতে সহায়ক হবে এবং জনসাধারণকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।