বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুট, গ্রেপ্তার ৬ জন
রাজধানীর বনশ্রীতে ১৬০ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শনিবার (৮ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং লুট হওয়া সোনা ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।


গত ২৩ ফেব্রুয়ারি বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে ১৬০ ভরি সোনা ও এক লাখ টাকা লুট করা হয়। ডাকাত দল তিনটি মোটরসাইকেলে সাতজন সদস্য নিয়ে এসে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সোনা ও টাকা লুট করে। ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২৪ ফেব্রুয়ারি তার স্ত্রী রামপুরা থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করে এবং ১২ দিন পর ৬ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।