ফাইনালের পিচে সুবিধায় ভারত!
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের যে পিচে ম্যাচ হবে, তা ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচে ব্যবহৃত হয়েছিল। শেষ ১৪ দিন কোনও খেলা না হওয়ায় পিচকে প্রায় নতুন করে তুলেছেন মাঠকর্মীরা।
পিচ মন্থর এবং স্পিনারদের সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা ভারতের চার ফর্মে থাকা স্পিনারের জন্য সুবিধাজনক। অন্যদিকে, কিউই পেসার ম্যাট হেনরি চোটে থাকায় নিউজিল্যান্ড কিছুটা চাপেই রয়েছে। ফলে ফাইনালে ভারতেরই এগিয়ে থাকার সম্ভাবনা বেশি।

