মোহাম্মদপুরে ফরহাদ মজহার-ফরিদা আখতারের প্রতিষ্ঠানে পেট্রল বোমা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে ফরিদা আখতার ও ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ মার্চ) রাতে এই হামলায় কেউ হতাহত হয়নি।

ঘটনার পরপরই আইন-শৃঙ্খলাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। এর আগে, শস্য প্রবর্তনা নামে ওই প্রতিষ্ঠানের সামনে দুটি পেট্রল বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ জায়গাটি ঘিরে রাখে এবং সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে উপস্থিত হয়।

ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান জানান, সুতা দিয়ে পেঁচানো ১০ ইঞ্চি লম্বা বস্তু দুটিতে পেট্রল ছিল, যা আগুন পেলে জ্বলতো। তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।