রাশিয়াকে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর বৃহৎ আকারের ব্যাংকিং নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। গতকাল শুক্রবার (৭ মার্চ) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন। তবে তিনি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা করা থেকে বিরত ছিলেন, যা নিয়ে ইতোমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে।
ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, “যুদ্ধক্ষেত্রে রাশিয়া এই মুহূর্তে ইউক্রেনকে পুরোপুরি ‘আক্রমণ’ করছে। এই সত্যের ভিত্তিতে আমি যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের কথা দৃঢ়ভাবে বিবেচনা করছি। শান্তির বিষয়ে চূড়ান্ত মীমাংসার চুক্তিতে পৌঁছানোর জন্য এখনই আলোচনার টেবিলে বসতে হবে।”


প্রসঙ্গত, জাতিসংঘ সনদের অধীনে ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে অযৌক্তিক ও অপরাধ হিসেবে নিন্দা জানিয়েছে পশ্চিমা বিশ্ব। তবে ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান ও বিবৃতি নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে সামরিক গোয়েন্দা তথ্য ভাগাভাগি সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছিল।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই হুমকি রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন সময়ই বলে দেবে।