দূর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনের অঙ্গীকার জামায়াতে ইসলামীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দূর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠনের অঙ্গীকার করেছে। দলের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের অভাবে দেশ বারবার পথ হারাচ্ছে এবং এই সংকট কাটিয়ে উঠতে জামায়াতে ইসলামী সঠিক নেতৃত্ব দিতে সক্ষম।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর ইস্কাটনের ঢাকা লেডিস ক্লাবে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, দলের সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারী জেনারেল শহীদ আলী আহসান মুজাহিদের সৎ ও যোগ্য নেতৃত্বের উদাহরণ টেনে তিনি জানান, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি, সন্ত্রাস বা চাঁদাবাজির অভিযোগ নেই। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার নৈতিক দায়িত্ব সাংবাদিকদের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ বিগত সময়ে তাদের ইফতার মাহফিল আয়োজনেও বাধা দিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য নিউ নেশনের সম্পাদক মোকাররম হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টারর্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ঢাকা রিপোর্টারর্স ইউনিটির সহ-সভাপতি গাজী আনোয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম. এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহি নেওয়াজ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মুন্সি আব্দুল মান্নান, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এ.কে.এম মহসীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক বাকের হোসেন, বাংলা নিউজ টুয়েন্টিফোরের সম্পাদক লুৎফর হরমান হিমেল সহ বিভিন্ন গণমাধ্যমের সাত শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী মোহাম্মদ কামাল হোসেন ও শামছুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য এডভোকেট এস. এম কামাল উদ্দিন, আবদুস সালাম, ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক আব্দুস সাত্তার সুমন ও মহানগরীর দক্ষিণের নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।