দেহদানের সিদ্ধান্ত থেকে সরে এসে ইসলামী রীতিতে দাফন চান কবীর সুমন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫

সংগৃহীত ছবি

ভারতের প্রখ্যাত সংগীতকার কবীর সুমন ২০২১ সালে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন, তবে সম্প্রতি তিনি এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এখন তিনি নিজের মরদেহ ইসলামী রীতিতে দাফন করার ইচ্ছে প্রকাশ করেছেন।

বুধবার (৫ মার্চ) কবীর সুমন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি লিখেছেন, রমজান মোবারক! সকলকে জানাতে চাই, বছরখানেক আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম— আমি আমার দেহ দান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না।

তিনি আরও বলেন, আমি চাই আমাকে এই কলকাতার মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম।

শেষে তিনি সকলকে শান্তি কামনা করে লিখেছেন, আমার এই ঘোষণার বিষয়ে কারোর কোনো মত বা মন্তব্য চাই না। সকলের ওপর শান্তি বর্ষিত হোক।

এর আগে, কবীর সুমন এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, আমার মৃতদেহ যেন দান করা হয় চিকিৎসাবিজ্ঞানের কাজে। কোনো স্মরণসভা, শোকসভা, প্রার্থনাসভা যেন না হয়।

Nagad