দেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখি: নতুন শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫

সংগৃহীত ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণকারী অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন, আমি এমন শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখি, যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে।

তিনি বলেন, আমি জীবনে কখনো ভাবিনি যে এ ধরনের একটি দায়িত্ব আমাকে গ্রহণ করতে হবে। তবে প্রধানমন্ত্রী উপদেষ্টা আমাকে এই দায়িত্ব গ্রহণের আহ্বান জানালে আমি অবাক হয়েছিলাম

বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদউদ্দিন মাহমুদকে বিদায় এবং সি আর আবরারের যোগদান উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, শ্রম অভিবাসন, শরণার্থী সমস্যা, ক্যাম্পে উর্দুভাষী জনগণ—এসব নিয়ে কাজ করেছি এবং সমাজে আমার যা কিছু দেওয়া আছে, তা এবার ফিরিয়ে দেওয়ার সময় এসেছে।

নতুন উপদেষ্টা বলেন, আমরা বর্তমান পরিস্থিতিতে বৈষম্যহীন সমাজ গঠনের জন্য শিক্ষাকে গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে ভাবি। আমার লক্ষ্য এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা যা শুধু কর্মদক্ষতার জন্য নয়, তা হবে ব্যক্তির আত্মোন্নয়ন, আর্থ-সামাজিক উন্নয়ন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার সহায়ক।

তিনি আরও বলেন, আমরা স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি নানা সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেব। আমাদের দায়িত্ব জনগণের প্রতি এবং তা দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করব।

Nagad

এছাড়া, তিনি আশা প্রকাশ করে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন যত প্রতিষ্ঠান রয়েছে, আশা করি আমরা একই সঙ্গে এগিয়ে যেতে পারবো। স্বাস্থ্য এবং শিক্ষা হচ্ছে জনগণের বড় রকমের অধিকার। এই ফাউন্ডেশনাল খাত নিয়ে যে দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়েছে, আশা করি সেই দায়িত্ব আমরা যৌথভাবে পালন করবো। সহযাত্রী হিসেবে আমরা সবাই থাকবো।