‘অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নানান সিদ্ধান্তে বাধা সৃষ্টি করছে’

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫

সংগৃহীত ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ রয়েছে এবং তাদের কারণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস সাহেব একা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছেন না। তিনি বলেন, ড. ইউনূস উন্নয়নের জন্য সিদ্ধান্ত নিতে পারেন, তবে কিছু উপদেষ্টা তা হতে দিচ্ছে না।

আজ বুধবার (৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে রিজভী এসব কথা বলেন। কর্মসূচিটি নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ দ্বারা আয়োজন করা হয়।

রিজভী বলেন, সমাজে আলো ছড়ানো শিক্ষকদেরকে সচিবালয়ে ধরনা দিতে হচ্ছে, অথচ যারা সিন্ডিকেট করে বাজারে দুর্নীতি করছে, তারা গ্রেপ্তার হচ্ছেন না। তিনি অভিযোগ করেন, সরকার এই বিষয়গুলোতে কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং নন এমপিও শিক্ষকদের দাবির প্রতি কোনো মনোযোগ নেই।

তিনি বলেন, সরকারের কিছু গণবিরোধী সদস্যদের কারণে জনগণের পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না। রিজভী আরও বলেন, শিক্ষক বান্ধব প্রধান উপদেষ্টা শিক্ষকদের নিয়ে আন্দোলন করেছেন, কিন্তু বর্তমানে তাদের অনাহারে রেখে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

তিনি শেষ করেন, ড. আমিনুল ইসলাম, একজন মেধাবী শিক্ষাবিদ, যাকে শিক্ষা উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু তার জায়গায় অন্য একজনের নাম ঘোষণা হওয়ায় প্রশ্ন তোলেন কেন এমন আচরণ করা হলো।

Nagad