দক্ষিণী সিনেমায় ডেভিড ওয়ার্নারের অভিষেক, পারিশ্রমিক দিনে ১ কোটি
অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবার দক্ষিণী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। তার দক্ষিণী সিনেমার প্রতি আগ্রহের কথা সবারই জানা। তবে আল্লু অর্জুনের কোনও সিনেমায় নয়, বরং তেলেগু সিনেমা ‘রবিনহুড’-এ অভিষেক হতে যাচ্ছে তার।
সোমবার হায়দরাবাদে এক ইভেন্টে মিথ্রি মুভিজের প্রযোজক রবি শঙ্কর এ তথ্য নিশ্চিত করেন। ভেঙ্কি কুদুমুল্লার পরিচালনায় এবং নীতীন ও শ্রীলীলা অভিনীত ‘রবিনহুড’ সিনেমায় একটি ছোট কিন্তু নজরকাড়া চরিত্রে দেখা যাবে ওয়ার্নারকে। যদিও পরিচালকের অনুমতি ছাড়াই বিষয়টি প্রকাশ করে দুঃখ প্রকাশ করেন রবি।


ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, ওয়ার্নার তার চরিত্রের জন্য দৈনিক ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। গত বছর সেপ্টেম্বরেই তার তেলেগু সিনেমায় নামার খবর প্রকাশ্যে আসে। মেলবোর্নে শুটিংয়ের সময় তাকে দেখা গিয়েছিল।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ মার্চ মুক্তি পাবে ‘রবিনহুড’। এই সিনেমার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে ডেভিড ওয়ার্নারের অভিষেককে ঘিরে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।