উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. সি আর আবরার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও মানবাধিকারকর্মী চৌধুরী রফিকুল (সি. আর) আবরার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৬ মিনিটে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণের আগে, অনুষ্ঠান শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়, এরপর কোরআন থেকে তিলাওয়াত করা হয়।

নবনিযুক্ত এই উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর ফলে, অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধুমাত্র পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। নতুন উপদেষ্টা যুক্ত হওয়ার পর, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা হবে ২৩ জন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর সরকার বিলুপ্ত হয়। পরে, ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমানে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

Nagad