পিএসভির বিপক্ষে আর্সেনালের ইতিহাস গড়া ৭-১ গোলের জয়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান অবস্থান যাই হোক, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল বেশ দাপট দেখাচ্ছে। শেষ ষোলোর প্রথম লেগে ডাচ ক্লাব পিএসভি আইন্দোভেনের মাঠে গিয়ে আর্সেনাল রীতিমত গোলোৎসবে মেতে উঠে। এবং সেই সঙ্গে তারা গড়েছে একটি নতুন রেকর্ড।

এদিন আর্সেনাল ৭-১ গোলের বিশাল ব্যবধানে পিএসভিকে পরাজিত করেছে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নকআউট পর্বে এত বড় ব্যবধানে এর আগে কখনো কোনো দল জয়লাভ করেনি। এছাড়া, আর্সেনালের জন্য এটি চ্যাম্পিয়ন্স লিগের যে কোনো পর্যায়ে অ্যাওয়ে ম্যাচে সবচেয়ে বড় জয়।

প্রথমার্ধে মাত্র ১৩ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে আর্সেনাল। ১৮ মিনিটে ডাচ ফুটবলার ইউরিয়েন টিম্বার গোলের সূচনা করেন, এরপর ২১ মিনিটে ইথান এনওয়ানেরি দ্বিতীয় গোল করেন। ৩১ মিনিটে মিকেল মেরিনো তৃতীয় গোলটি করেন। ৪৩ মিনিটে পিএসভি একটি পেনাল্টি পেয়ে গোল পরিশোধ করে, নোয়া লাঙের পা থেকে।

দ্বিতীয়ার্ধে আর্সেনাল আরও চারটি গোল করে। প্রথমে ৪-১ করেন মার্টিন ওডেগার্ড, তারপর ৫-১ করেন লিয়ান্দ্রো ত্রোসার্ড। ৭৩ মিনিটে আবারও গোল করেন ওডেগার্ড, নিজের দ্বিতীয় এবং দলের ষষ্ঠ গোলটি। ৮৫তম মিনিটে রিকার্ডো ক্যালাফিওরি পিএসভির পরাজয়ে শেষ পেরেকটি মেরে ৭-১ গোলের রেকর্ড গড়েন।

এদিনের জয় আর্সেনালকে নতুন ইতিহাসের পাতায় স্থান দিয়েছে।

Nagad