এস আলম পরিবারের ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট ১১ ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। মঙ্গলবার (৪ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ নিষেধাজ্ঞা জারি করেন।
যাদের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে


নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন—বেলাল আহমেদ, ফসিহল আলম, সাজেদা বেগম, মাহমুদুল আলম, মো. মোস্তান বিল্লাহ আদিল, আতিকুর লুৎফুন নাহার,
চেমন আরা বেগম, মায়মুনা খানম, বদরুননেসা আলম, শারমিন ফাতেমা।
দুদকের আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাসসহ বিভিন্ন দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা যায়, যেকোনো সময় তারা দেশত্যাগ করতে পারেন। তাই তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর আগে, গত ৩০ জানুয়ারি এস আলম পরিবারের নামে থাকা ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকার ১৭৫ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। এছাড়া, গত ১৪ জানুয়ারি ২০০ কোটি টাকার স্থাবর সম্পদ এবং ১৬ জানুয়ারি তাদের ২৪টি কোম্পানির ৩২ কোটি ১০ লাখ ১৯ হাজার ৪৭৮টি শেয়ার জব্দ করা হয়। এসব শেয়ারের মূল্য ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার ৩০০ টাকা।