ইসির অধীনে আর নয় এনআইডি, আসছে সিভিল রেজিস্ট্রেশন কমিশন
বর্তমান সরকার নির্বাচন কমিশনের (ইসি) অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) রাখতে চাচ্ছে না। এনআইডি সরিয়ে সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
উপদেষ্টা পরিষদের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম ইসির আওতাধীন না রেখে স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করা হবে। সেই সঙ্গে জন্মনিবন্ধন সনদ, এনআইডি ও পাসপোর্ট প্রাপ্তির প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।


সোমবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা করে। মন্ত্রিপরিষদ বিভাগকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।