নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে অজিদের মুখোমুখি ভারত
পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারতের বিপক্ষে মাঠে নেমে ব্যর্থ হয় কিউইরা। ভারত নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে।
নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। জবাবে ২০৫ রানে গুঁটিয়ে যায় নিউজিল্যান্ড। এতে ৪৪ রানের জয় পায় ভারত।


নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। ১২ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন রাচিন রাবিন্দ্রা। আরেক ওপেনার উইল ইয়ং ৩৫ বলে ২২ রান করে আউট হন। ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ড্যারিল মিচেলও, ৩৫ বলে ১৭ রান করেন তিনি।
কেইন উইলিয়ামসন ৭৭ বলে ফিফটি তুলে নেন, তবে একে একে উইকেট হারাতে থাকেন টম লাথাম (১৪), গ্লেন ফিলিপস (১২) ও মিচেন ব্রাসওয়েল (২)। উইলিয়ামসন ১২০ বলে ৮১ রান করে আউট হন। ৩১ বলে ২৮ রানের ইনিংস খেলেন মিচেল স্যান্টনার। শেষ পর্যন্ত ম্যাট হেনরি (২) ও উইল অরউর (১) আউট হলে নিউজিল্যান্ড অলআউট হয়ে যায় ২০৫ রানে।
ভারতের পক্ষে পাঁচ উইকেট নেন ভরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব দুটি, আর হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ও রবিন্দ্র জাদেজা একটি করে উইকেট নেন।
ভারতের ব্যাটিংয়ের শুরুটা ছিল একদম ধীর গতির। শুভমান গিল ৭ বলে ২ রান করে, রোহিত ১৭ বলে ১৫ রান করে আউট হন। বিরাট কোহলি ১৪ বলে ১১ রান করে ব্যর্থ হন।
তবে শ্রেয়াস আইয়ার ৭৫ বলে ফিফটি তুলে দলকে টানেন। অক্ষর প্যাটেল ৬১ বলে ৪২ রান করে আউট হন। আইয়ার ৯৮ বলে ৭৯ রান করে ক্যাচ আউট হন। রাহুল ২৯ বলে ২৩ রান করে আউট হন। হার্দিক পান্ডিয়া ৪৫ বলে ৪৫ রান করে শেষ দিকে ক্যাচ আউট হন। মোহাম্মদ শামি ৫ রান করে আউট হলে ভারত ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান তুলতে সক্ষম হয়।