শাহজাদপুরে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে ৪ জনের মৃত্যু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫

রাজধানীর শাহজাদপুরের ভাটারা এলাকায় সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবাই পুরুষ হলেও তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

সোমবার (৩ মার্চ) দুপুর ১২টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দুপুর ১টা ৪ মিনিটে। আগুনটি হোটেলের দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়েছিল।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন নিয়ন্ত্রণের পর হোটেলের ছয়তলা থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের মরদেহ বাথরুমে এবং তিনজনের মরদেহ সিঁড়ির গোড়ায় পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, অগ্নিকাণ্ডের সময় সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল, যা হতাহতের সংখ্যা বাড়াতে ভূমিকা রেখেছে।

অগ্নিকাণ্ডের কারণ এবং নিহতদের পরিচয় জানাতে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Nagad