রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

রাজাশাহী সংবাদদাতা:রাজাশাহী সংবাদদাতা:
প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৫

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে রাজাবাড়ি বাজার চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অ্যাম্বুলেন্স চালক জাফর হক (৪৫) এবং যাত্রী সুন্দরী (৬০) ও আদুরী (৩৫) রয়েছেন। আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন জানিয়েছেন, ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল এবং অ্যাম্বুলেন্সটি রাজশাহী অভিমুখে ছিল। গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।