রমজানে আমিরাতে ১০ হাজার পণ্যে অর্ধেক দামে ছাড়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:২৭ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৫

পবিত্র রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের ৬৪৪টি প্রধান সুপারমার্কেট ১০ হাজার পণ্যে ৫০ শতাংশের বেশি ছাড় ঘোষণা করেছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একটি কো-অপারেটিভ একাই ৩৫ মিলিয়ন দিরহাম মূল্যের ছাড় দিয়েছে।

খালিজ টাইমস জানায়, লুলু হাইপারমার্কেটের ৬০০টিরও বেশি শাখায় সাড়ে পাঁচ হাজার পণ্যে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে। এছাড়া আরেকটি কো-অপারেটিভ পাঁচ হাজারের বেশি পণ্যে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা ও বাণিজ্য নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক সুলতান দারবিশ জানিয়েছেন, রমজানের সময় বাজার তদারকিতে ৪২০টি পরিদর্শন পরিচালিত হবে।

দারবিশ আরও জানান, সম্প্রতি ঘোষিত নয়টি মৌলিক পণ্যের দাম কোনো সুপারমার্কেট বাড়াতে পারবে না। এসব পণ্যের মধ্যে রয়েছে রান্নার তেল, ডিম, দুগ্ধজাত পণ্য, চাল, চিনি, মুরগি, ডাল, রুটি ও গম। বাজার তদারকি শুধুমাত্র সরাসরি পরিদর্শনের মধ্যে সীমাবদ্ধ না থেকে অনলাইন প্ল্যাটফর্ম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেও করা হচ্ছে।

ভোক্তাদের কোনো অসঙ্গতি দেখলে নির্দিষ্ট টোল-ফ্রি নম্বরে বা মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অভিযোগ করার আহ্বান জানানো হয়েছে।