গণহত্যাকারী হাসিনাকে এখনো অনুশোচনা করতে দেখিনি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখিনি।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগের কোনো নেতা এখন পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে অনুশোচনা করে বাংলাদেশ রাজনীতি করবে—এমন কথা কখনো শুনিনি।

রোববার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ‘মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হলে সম্পূর্ণ রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে, যাতে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে, অগতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে, যেকোনো অপসংস্কৃতির বিরুদ্ধে আনন্দে গ্রহণ করতে পারে।

তিনি আরও বলেন, বিএনপির গুম ও হত্যাকাণ্ডের বিষয়টি কেউ শুনেছে, কিন্তু যাদের গুম করা হয়েছে, তারা তো কথা বলতে পারে না। তিনি অভিযোগ করেন, যারা এখনো গুমের শিকার, তাদের অবস্থা জানার সুযোগ নেই।

সালাহউদ্দিন বলেন, বর্তমান সময়ের অন্যতম মৌলিক অধিকার হলো ভোটাধিকার নিশ্চিত করা। এছাড়া তিনি দ্রব্যমূল্যের বিষয়েও সরকারকে সতর্ক করেছেন, বিশেষ করে রমজানে সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণের তাগিদ দেন।

তিনি আরো বলেন, সংবিধানে যদি মানবাধিকার এবং মৌলিক অধিকারগুলো শক্তিশালী থাকে, তবে তা বাস্তবায়নে কোনো প্রশাসনিক হস্তক্ষেপ না থাকা উচিত।

Nagad

এছাড়া সালাহউদ্দিন সরকারের পতন নিয়ে বলেছেন, আমরা ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি এবং সেই সংস্কারগুলো বাস্তবায়ন করতে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জয়ী হলে, সবার সঙ্গে আমরা তা কার্যকর করব।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।