ডিজিএফআইয়ের সাবেক ডিজির বাসায় অভিযান, আড়াই কোটি টাকা উদ্ধার
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে দুই কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার (২ মার্চ) দুপুরে দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি জানান, উদ্ধারকৃত অর্থ এদিন ১২টার দিকে আদালতে জমা করা হয়েছে।


আক্তার হোসেন বলেন, একটি অভিযোগের ভিত্তিতে আমাদের অনুসন্ধানে সাবেক লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ক্যান্টনমেন্টের বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে দুই কোটি ৪৫ লাখ টাকার বেশি অর্থ পাওয়া যায়।
গত ২৭ ফেব্রুয়ারির এই অভিযানে গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অনুসন্ধানী দল এবং যৌথবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হলেও, ডিজিএফআইর সাবেক প্রধানকে আটকের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি আক্তার হোসেন।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১০ সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ইস্যু করা এক প্রজ্ঞাপনে সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন এবং সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডিজিএফআইর মহাপরিচালক এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয়।