ভূরুঙ্গামারীতে যুবলীগ সভাপতি গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রাম প্রতিনিধি :
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় তিলাই ইউনিয়ন যুবলীগের সভাপতি জহির উদ্দিন (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (১ মার্চ) সন্ধ্যায় ভূরুঙ্গামারী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মৃত জিতু মোল্লার ছেলে জহির উদ্দিন (৪৫) কে ধামেরহাট বাজার থেকে গ্রেপ্তার করে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূরুঙ্গামারীতে ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।