নতুন সময়সূচিতে আজ থেকে চলবে অফিস-ব্যাংক
রমজান মাস শুরু হয়েছে রোববার (২ মার্চ)। মুসলিমদের সিয়াম সাধনার মাস উপলক্ষে এবার সরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সরকারি অফিসগুলো চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংক ২৪ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে নতুন সময়সূচির নির্দেশনা দিয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকগুলো অফিস করবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার এই সময়সূচি কার্যকর থাকবে এবং রোজা শেষে আবার আগের সময়সূচিতে ফিরে যাবে।


বাংলাদেশ ব্যাংক জানায়, রমজান মাসে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে বিকল্প ব্যবস্থা নিয়ে লেনদেন চালু রাখতে হবে।
এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রমজান মাসে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি হবে শুক্র ও শনিবার।
বিভিন্ন জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান নিজস্ব আইন অনুযায়ী সময়সূচি নির্ধারণ করবে।