টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬০, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টার অভিযানে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের সদস্যরা অংশ নেন।

গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জেলা প্রশাসন গাজীপুর, গাজীপুর সেনাবাহিনী ক্যাম্প ও উত্তরা সেনাবাহিনী ক্যাম্পের সঙ্গে বিজিবি, র‍্যাব ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান চালায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে টঙ্গীর মাজার বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্র, গাঁজা, দেশীয় মদ, ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। অভিযানে আটককৃতদের মধ্যে অনেকেই চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী বলে জানা গেছে।

মোহাম্মদ রায়হানুল ইসলাম আরও বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজকের অভিযানটি পরিচালিত হয়েছে। অভিযানে উদ্ধার করা দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য আইনগতভাবে নিষ্পত্তি করা হবে। রমজান মাস ঘিরে আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে এ অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, অভিযানে বেশ কিছু নগদ টাকা উদ্ধার হয়েছে, যা গণনা চলছে। আজকের অভিযানে প্রায় ৬০ জন মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। জনজীবনে স্বস্তি না আসা পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Nagad