চাঁদ দেখা গেছে, রোজা শুরু কাল
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল রবিবার (২ মার্চ) থেকে রমজান মাসের রোজা শুরু হবে।
শনিবার (১ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।


চাঁদ দেখা যাওয়ার পর ধর্মপ্রাণ মুসল্লিরা আজ এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ আদায় করবেন। ভোরে রোজা রাখার উদ্দেশ্যে সাহরি খাবেন তারা। প্রথম রোজার জন্য ঢাকা জেলার বাসিন্দাদের সাহরির শেষ সময় ভোর ৫টা ৪ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ২ মিনিট নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গতকাল শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে চাঁদ দেখা যাওয়ায় সেসব দেশে আজ থেকেই রমজান শুরু হয়েছে।