খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে: প্রেস সচিব

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫

সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, সরকার সারা রোজার মাসজুড়ে দাম সহনীয় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে।

শনিবার (১ মার্চ) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

প্রেস সচিব বলেন, সরকার বাজার মনিটরিংসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যাতে কোনো অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে।

তিনি আরও জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং জনসাধারণ যেন সঠিক দামে পণ্য কিনতে পারে, সে জন্য বাজার তদারকি জোরদার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পণ্যের সংকট নেই বলেও তিনি নিশ্চিত করেন।

শফিকুল আলম বলেন, বিভিন্ন পণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নেয়া হয়েছে। সাপ্লাই পরিস্থিতি সামনে আরও ভালো হবে। দাম সহনীয় থাকবে বলে আশা করি।

এ সময় এক গণমাধ্যমকর্মী বাজারে সয়াবিন তেল সংকটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রেস সচিব বলেন, বাজারে খোলা ও প্যাকেটজাত সয়াবিনের ঘাটতি আছে। তবে নিয়মিত মনিটরিংয়ে খোলা তেলের ঘাটতি কমে এসেছে। নিয়মিত মনিটরিংয়ে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। 

Nagad

বর্তমান অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।