জাতীয় নাগরিক পার্টির কোনো রাজনৈতিক দর্শন পাইনি: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাষ্ট্র সম্পর্কে অনেক ভালো কথা বললেও তাদের রাজনৈতিক দর্শন বা পলিটিক্যাল ফিলোসফি আমি পাইনি।
শনিবার (১ মার্চ) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা ও ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ) এই অনুষ্ঠানের আয়োজন করে।


রিজভী বলেন, অনেকে দাবি করেন যে বিএনপি ক্ষমতায় থেকেই তৈরি হয়েছে, কিন্তু তারা ভুলে গেছেন, বিএনপি একটি নতুন রাজনৈতিক দর্শন নিয়ে আসেনি। জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থা শেষ করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেটা কোনো গণতান্ত্রিক শাসক নয়, জিয়াউর রহমানই করেছিলেন।
তিনি আরও বলেন, বাকশালের অন্ধকার গুহা থেকে গণতন্ত্রের আলো নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান। বিএনপি ক্ষমতায় থাকলে গণতন্ত্র সংকটে পড়লে বেগম খালেদা জিয়া আবার গণতন্ত্রের মশাল জ্বালিয়ে বহুদলীয় গণতন্ত্রকে বিজয়ী করেছিলেন।
এছাড়া, তিনি বলেন, ২০০৬ থেকে ২০২৪ পর্যন্ত বেগম খালেদা জিয়ার প্রেরণায় আমরা জেল খেটেছি, রিমান্ডে গেছি, সালাহউদ্দিন আহমেদ দীর্ঘদিন অন্ধকার কুঠুরিতে ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. আনোরুল্লাহ চৌধরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মেদ, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিশিষ্ট রসায়ন বিজ্ঞানী প্রফেসর ড. তাজমেরী এস এ ইসলাম, ছাত্র সম্পাদক রফিকুল ইসলাম বকুল, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. জামাল উদ্দিন রুনু, ভারপ্রাপ্ত চেয়্যারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসিম, সহ-স্বেচ্ছা সেবক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী প্রমুখ।