সীমান্তে ভারতীয়রা আইন না মানলে আরও কঠোর হবে বিজিবি: মহাপরিচালক
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন, সীমান্তে ভারতীয় অনুপ্রবেশকারীদের আইন না মানলে বিজিবি আরও কঠোর ব্যবস্থা নেবে। তিনি বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়, তবে ভারতীয়দের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আমাদের নিয়মিত গ্রেপ্তার ও হস্তান্তর পদ্ধতি কতদিন চলবে, তা নিয়ে ভাবতে হচ্ছে।
শনিবার (১ মার্চ) কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন ও উখিয়া ব্যাটালিয়নসহ চারটি ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, সম্প্রতি ভারতের দিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে সীমান্ত হত্যা বিষয়টি এক নম্বর আলোচ্য বিষয় ছিল। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হওয়ার ঘটনার পর বিজিবি পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় বিএসএফ রাবার বুলেট ছোড়ে, যা ওই যুবকের প্রাণহানির কারণ হয়।
মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী পরিষ্কার বার্তা দিয়ে বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অতীতের মতো ভারতীয় অনুপ্রবেশকারীদের আটক করে নিয়ম মেনে হস্তান্তর করেছি, কিন্তু ভবিষ্যতে যদি আরও হত্যাকাণ্ড ঘটে, তবে আমাদের অবস্থান আরও কঠোর হবে।
তিনি আরও জানান, বিজিবি, প্রশাসন এবং স্থানীয়দের প্রচেষ্টা সত্ত্বেও কিছু ব্যক্তির সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টা থেমে নেই। আমরা বিএসএফ ও মানবাধিকার সংগঠনগুলোর মাধ্যমে এ বিষয়ে কাজ করছি, যাতে অবৈধ সীমান্ত অতিক্রম রোধ করা যায়।
মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমার সীমান্তে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই এবং বিজিবি সেখানে পুরোপুরি প্রস্তুত।
এছাড়া, বিএসএফ সদস্যের আহত হওয়ার বিষয়েও তিনি জানান, আহত বিএসএফ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং ঘটনার প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।