ভারতকে দোষারোপ করে ভালো সম্পর্ক চাওয়া হাস্যকর: জয়শঙ্কর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

একদিকে ভারতকে দোষারোপ করা আর অন্যদিকে ভালো সম্পর্ক চাওয়া হাস্যকর বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিল্লি বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রতিদিন যদি অন্তর্বর্তী সরকারের কেউ সবকিছুর জন্য ভারতকে দোষারোপ করে, তবে সেটি হাস্যকর হয়ে দাঁড়ায়। আপনি একদিকে বলতে পারেন না যে ভালো সম্পর্ক চান, অথচ প্রতিদিন সকালে উঠে যা কিছু ভুল হচ্ছে তার জন্য ভারতকে দোষারোপ করেন।

সীমান্তের ওপার থেকে বৈরী বার্তা আসছে উল্লেখ করে জয়শঙ্কর বলেন, আমরা এই পরিস্থিতি শান্ত করতে চাই এবং স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় শুরু করতে প্রস্তুত।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গ তুলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি আমাদের চিন্তাকে প্রভাবিত করে এবং এটি নিয়ে আমাদের কথা বলতে হবে, যা আমরা করেছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তাদের বিষয়, তবে প্রতিবেশী দেশ হিসেবে তারা আমাদের সঙ্গে কী ধরনের সম্পর্ক রাখতে চায়, সে বিষয়ে তাদের মনস্থির করা উচিত।

Nagad

জয়শঙ্কর বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ১৯৭১ সাল থেকে চলে আসছে। এটি একটি বিশেষ সম্পর্ক। তবে গত বছর কিছু ঘটনা ঘটেছে, যা আমাদের জন্য উদ্বেগের। আমরা অবশ্যই আমাদের সব প্রতিবেশীর মঙ্গল চাই।