সরকারি অফিসে ই-ফাইলিং বাধ্যতামূলক করার নির্দেশ প্রধান উপদেষ্টার
সরকারি সব অফিসে ই-ফাইলিং বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এখন থেকে সরাসরি ফাইল দাখিল না করে ই-ফাইলিংয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে এ ব্যবস্থা কার্যকর করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে তিনি বলেন, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর এটি নির্ভর করছে। সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না। তবে তিনি এখন পর্যন্ত পদত্যাগ করেননি, এমন তথ্যই রয়েছে বলে জানান প্রেস সেক্রেটারি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে শফিকুল আলম বলেন, নির্বাচন আগামী ডিসেম্বরে অথবা ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হতে পারে। তবে এটি পুরোপুরি রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর নির্ভর করবে। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে দলগুলোই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এসময় ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।