নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে পাকিস্তানে পা রেখেছিল বাংলাদেশ, কিন্তু গ্রুপ পর্বেই বিদায় নিতে হলো নাজমুল হোসেন শান্তর দলকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের হার নিশ্চিত করল টাইগারদের বিদায়।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৩৬ রান করে বাংলাদেশ। জবাবে ৪৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪০ রান করে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

বাংলাদেশের দেওয়া ২৩৭ রানের লক্ষ্য সহজেই পার করে কিউইরা। এতে সবচেয়ে বড় অবদান রাচিন রবীন্দ্রের ১১২ রানের দুর্দান্ত ইনিংস। ১০৫ বলে ১২টি চার ও ১টি ছক্কায় সাজানো তার ইনিংস টাইগারদের হার নিশ্চিত করে। টম লাথাম করেন ৫৫ রান।

বাংলাদেশের ইনিংসে প্রথম দিকে ওপেনারদের ব্যাটে সম্ভাবনা তৈরি হলেও মাঝের ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি।

ওপেনিং জুটিতে শান্ত ও তানজিদ তামিম ৪৫ রান যোগ করেন। শান্ত ৭৭ রান করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় চাপ তৈরি হয়।
হৃদয় (৭), মুশফিক (২), মাহমুদউল্লাহ (৪) দ্রুত ফিরে যান। শেষদিকে জাকের আলী (৪৫) ও রিশাদ হোসেন (২৬) কিছুটা লড়াই করেন। নিউজিল্যান্ডের হয়ে মাইকেল ব্রেসওয়েল ৪ উইকেট শিকার করেন।

রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড প্রথম ওভারেই উইল ইয়ংকে হারায় (০)। এরপর কেইন উইলিয়ামসনও (৫) দ্রুত ফিরে যান। কিন্তু রাচিন রবীন্দ্র ও লাথামের ব্যাটে ঘুরে দাঁড়ায় কিউইরা।

Nagad

বাংলাদেশের হয়ে তাসকিন, নাহিদ, মুস্তাফিজ ও রিশাদ ১টি করে উইকেট নেন।

এই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বাংলাদেশ। ‘এ’ গ্রুপ থেকে ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠেছে। পাকিস্তানের পর টুর্নামেন্ট থেকে বাদ পড়ল টাইগাররাও।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ৫০ ওভারে ২৩৬/৯ (তামিম ২৪, শান্ত ৭৭, মিরাজ ১৩, হৃদয় ৭, মুশফিক ২, মাহমুদউল্লাহ ৪, জাকের ৪৫, রিশাদ ২৬, তাসকিন ১০, মুস্তাফিজ ৩*, নাহিদ ০*; হেনরি ৯-০-৫৭-১, জেমিসন ৯-১-৪৮-১, ব্রেসওয়েল ১০-০-২৬-৪, ও’রোর্ক ১০-১-৪৮-২, স্যান্টনার ১০-১-৪৪-০, ফিলিপস ২-০-১০-০)

নিউজিল্যান্ড : ৪৬.১ ওভারে ২৪০/৫ (ইয়ং ০, কনওয়ে ৩০, উইলিয়ামসন ৫, রাচিন ১১২, লাথাম ৫৫, ফিলিপস ২১*, ব্রেসওয়েল ১১*; তাসকিন ৭-২-২৮-১, নাহিদ ৯-০-৪৩-১, মিরাজ ১০-০-৫৩-০, মুস্তাফিজ ১০-০-৪২-১, রিশাদ ৯.১-০-৫৮-১, শান্ত ১-০-১২-০)

ফলাফল : নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী।