স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে শিক্ষার্থীদের গণপদযাত্রা, শিক্ষাভবনের সামনে বাধা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে শিক্ষার্থীদের গণপদযাত্রা শুরু হলেও শিক্ষাভবনের সামনে এসে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়ে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই গণপদযাত্রা শুরু হয়।
টিএসসি পার হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হলে শিক্ষাভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। পুলিশের বাধায় সচিবালয়ের দিকে এগোতে না পেরে শিক্ষার্থীরা রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন।


‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচির মূল দাবিগুলোর মধ্যে রয়েছে— জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ, ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার দ্রুত বিচার, সংশ্লিষ্ট আইনগুলোর যৌক্তিক সংস্কার।
এর আগে দুপুর সোয়া ২টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে ‘পুরুষের ক্ষমতা, ভেঙে হোক সমতা’, ‘নারী থেকে নারীতে, ছুঁয়ে যাক প্রতিবাদ’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।