নিজেকে গ্রেপ্তারের আর্জি জামায়াত আমিরের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, জামায়াত নেতা আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হলে তিনি নিজেকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আবেদন করবেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় তিনি এই দাবি জানান।

‘আজহারুল ইসলামের মুক্তির সঙ্গে একজন মজলুম মুক্তি পাবে’

পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, আজহারুল ইসলামের মুক্তির সঙ্গে সঙ্গে বাংলাদেশ পুরোপুরি মুক্ত হবে না, তবে একজন মজলুম মুক্তি পাবে। বাংলাদেশকে সত্যিকারের মুক্ত করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। গত ১৫ বছর ধরে আমাদের ওপর জুলুম চলছে। আমরা আন্দোলন করেছি, কিন্তু পারিনি। তবে ছাত্রদের নেতৃত্বে যে শক্তি তৈরি হয়েছিল, তা বাংলাদেশকে মুক্ত করেছে।

তিনি আরও বলেন,যদি যুবকরা দেশপ্রেম ও আল্লাহভীতি নিয়ে এগিয়ে আসে, তবে তারা সব ষড়যন্ত্রের বিরুদ্ধে হিমালয় পর্বতের মতো দৃঢ় থাকবে। যারা এই শক্তিকে খসে দিতে আসবে, তাদেরই মাথা চুরমার হয়ে যাবে।

জেলার নায়েবে আমির কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও উপস্থিত ছিলেন—জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, জেলা আমির অধ্যক্ষ মুহা. আব্দুর রব হাশেমী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলাম।

Nagad