নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে গুঞ্জন, যা বললেন তিনি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নতুন রাজনৈতিক দল গঠনের খবরে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। আগামী ২৬ ফেব্রুয়ারি দল ঘোষণার প্রস্তুতির মাঝেই গুঞ্জন উঠেছে, অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে যান নাহিদ ইসলাম। এ সময় তার গাড়িতে জাতীয় পতাকা উড়তে দেখা গেলেও সাক্ষাৎ শেষে সেটি সরিয়ে ফেলা হয়। এতে তার পদত্যাগের গুঞ্জন আরও জোরালো হয়।

তবে এ বিষয়ে গণমাধ্যমের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “আমি পদত্যাগ করিনি।”

এর আগে বিভিন্ন সূত্রে জানা যায়, নাহিদ ইসলাম পদত্যাগ করলে তথ্য উপদেষ্টার দায়িত্ব নিতে পারেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

এদিকে, নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলো নিয়ে আলোচনা চলছে। আহ্বায়ক পদে নাহিদ ইসলামের নাম প্রায় নিশ্চিত হলেও, সদস্যসচিব পদ নিয়ে কিছুটা মতবিরোধ রয়েছে। সম্ভাব্য সদস্যসচিব হিসেবে আখতার হোসেনের নাম শোনা যাচ্ছে। মুখ্য সংগঠক ও মুখপাত্র হতে পারেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

আগামী ২৬ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে নতুন দলের ঘোষণা আসতে পারে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতা ইতোমধ্যে দল গঠনের প্রস্তুতি চূড়ান্ত করেছেন।

Nagad