২০২৫ সালের জুলাই থেকে অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক
আগামী অর্থবছরের জুলাই থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। রোববার (২৩ ফেব্রুয়ারি) এনবিআর মিলনায়তনে শুল্ক আধুনিকায়নের চার বছরের কৌশলগত পরিকল্পনা ও আমদানি-রপ্তানি হাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি জানান, অনলাইন রিটার্ন জমার সমস্যা সমাধান করে আগামী জুলাই থেকে এটি বাধ্যতামূলক করা হবে। চলতি বছর সরকারি খাতে এটি বাধ্যতামূলক করে ভালো সাড়া মিলেছে। তিনি আরও বলেন, আমদানি-রপ্তানি সহজ করতে অটোমেশন জরুরি। আগামী বাজেটে কর সহজিকরণ গুরুত্ব পাবে।


অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, গত ৬ মাসে রপ্তানি ১৩% এবং জানুয়ারিতে কনটেইনার হ্যান্ডেলিং ৭% বেড়েছে। অর্থনীতিতে ইতিবাচক ধারা এসেছে।
এনবিআর জানায়, শুল্কের চার বছরের পরিকল্পনার মাধ্যমে বাণিজ্য সহজ ও আধুনিক হবে, রাজস্ব বাড়বে এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি হবে।