চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

সংগৃহীত ছবি

বাংলাদেশ পুলিশের চার উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. নিশারুল আরিফ, মো. আব্দুল কুদ্দুছ আমিন, মো. আজাদ মিয়া এবং আমেনা বেগমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

বাধ্যতামূলক অবসরপ্রাপ্তরা হলেন: অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি আজাদ মিয়া এবং আমেনা বেগম। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাদের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছিল, যেখানে কোনো অপারেশনাল দায়িত্ব ছিল না।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর দেওয়া হয়েছে। তারা অবসরজনিত সুবিধা পাবেন, এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পটপরিবর্তনের পর এই চারজনসহ প্রায় ৪০ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আরও কয়েকজনের নাম তালিকায় রয়েছে।